• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

শীতের সকালেও ভারতে ‘ডানকি’ ভিড়, বাংলাদেশে অপেক্ষা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ ডিসেম্বর ২০২৩

‘পাঠান’, ‘জাওয়ান’-এর পর চলতি বছর তৃতীয় দফায় হলো শাহরুখ ঝড়! কনকনে শীতেও ভারতের বিভিন্ন প্রদেশের প্রেক্ষাগৃহে ডানকির প্রথম দিনের প্রথম শো দেখতে ভক্তদের লাইন ছিলো লম্বা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্বজুড়ে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত বছরের শেষ সিনেমা।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা যায়, বছর শেষে সুপারস্টারের ছবি ঘিরে প্রথম শোয়ে শহরের দর্শকদের উত্তেজনা থাকলেও আবেগের অত্যধিক বাঁধ ভাঙতে দেখা যায়নি। মাফলার, টুপি পরে প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন দর্শক কিন্তু চোখে পড়েনি কিং খানের ব্যানার নিয়ে আসা পরিচিত কোনো দৃশ্য।

এদিন সকাল ছয়টায় যারা ছবিটির প্রথম শো দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়ায় অধিকাংশই শাহরুখের প্রতি আবারও মুগ্ধতার কথা বলেছেন। তবে কলকাতায় ডিসেম্বরের ঠান্ডার কথা বিবেচনা করে পিছিয়ে দেয়া হয়েছে শো টাইম।

এদিকে, ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল ‘ডানকি’র। তবে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশি শাহরুখ ভক্তদের। বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির উদ্যোগ নিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

বুধবার (২০ ডিসেম্বর) এই প্রতিষ্ঠানের পক্ষে অনন্য মামুন জানিয়েছিলেন, সরকারি নিয়ম মেনে ডানকি প্রদর্শনের উদ্যোগ নিয়েছেন তার। চলচ্চিত্র আমদানি-রফতানি কমিটির কাছ থেকে মুক্তির লিখিত অনুমতিও পেয়েছেন। ‘ডানকি’ প্রেক্ষাগৃহে প্রদর্শনে এখন শুধু সেন্সর ছাড়পত্রের অপেক্ষা। বৃহস্পতিবারের মধ্যে ছবিটি মুক্তির অনুমতিপত্র পেয়ে যাবেন, এমনটাই আশা করছেন তিনি।

এখন পর্যন্ত মুক্তির অনুমতিপত্র পাওয়ার কোনো খবর না আসলেও ডানকির শো টাইম প্রকাশ করেছে ‘সিনেস্কোপ নারায়ণগঞ্জ’। শুক্রবার সিনেস্কোপে থাকছে ৩টি শো এবং অন্যান্য দিনে ৪টি শো। প্রতিদিন শো থাকবে সকাল ১০টায়, দুপুর দেড়টায়, বিকাল পৌনে পাঁচটায় এবং রাত ৮টায়। শুক্রবার মর্নিং শো নেই। সিনেস্কোপ কর্তৃপক্ষ টিকিটের মূল্য রাখছে ২০০ টাকা।

উল্লেখ্য, ‘ডানকি’ ছবির প্রযোজনায় আছে গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। শাহরুখ-তাপসী ছাড়াও এ সিনেমার অন্যতম আকর্ষণ ভিকি কৌশল। পাশাপাশি অভিনয় করেছেন বিক্রম কোচর, অনিল গ্রোভার, বোমান ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ, জ্যোতি সুভাষ প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads